বরিশাল অফিস :- বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা আক্রান্ত এক নারীসহ উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিনজন নারী ও দুই জন পুরুষ। এনিয়ে শেবাচিমের করোনা ওয়ার্ড এবং আইসোলেশন ইউনিটে ৯১ জনের মৃত্যু হয়েছে। যারমধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছে ৩২ জন।

রবিবার দিবাগত রাত এগারোটার দিকে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সবশেষ রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে করোনা পজেটিভ ফাতেমা বেগম (৪৪) আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি নগরীর বিমানবন্দর এলাকার বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।

এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে উজিরপুর উপজেলার শারশি গ্রামের ইউসুব সরদার (৩৫), সকালে নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোডের বাসিন্দা পুতুল রাণী দাস (৬০), বাকেরগঞ্জ উপজেলার রামনগর গ্রামের ফিরোজা বেগম (৪০), পটুয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম ভূঁইয়া (৬০) উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।

Share.
Exit mobile version