অনুরাধা-৭
……আল মামুনুর রশীদ

সন্ধ্যা নদীর সিকিস্তি হয়ে
অনেক অমাবস্যার রাত কেটেছে
ভাসমান ঘরে; কীর্তণখোলা থেকে

পায়রা
কিংবা বিষখালি থেকে আগুনমুখা
তবু, স্থির হয়নি জীবনের বাঁক।
আজ সব ছেড়ে তাই; পয়োস্তির

খোঁজে
চলে যাচ্ছি সুবর্ণের ঝগড়ার চর।
অনু! তোমার সাথে আর হয়তো দেখা

হবেনা
তবু, নিরাগ দুপুরের ক্লান্ত অবসরে
ডাকাতিয়া’র জলে পা ডুবিয়ে ভেবে

নিও,
একদিন আমিও ছিলাম, ভালোবেসেছিলাম ।।

Share.
Exit mobile version