এলিসন সুঙ, মৌলভীবাজার প্রতিনিধি :- বৈশ্বিক করোনাভাইরাস প্রাদুর্ভাব ফলে দেশের মানুষের সুরক্ষা জন্য দীর্ঘ দিন ধরে পালিত হচেছ লকডাউন। দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় বর্তমানে করোনাভাইরাস আক্রান্ত কারণে রেডজোন আওতাভুক্ত করা হয়েছে। যার কারণে পাড়া মহল্লা গ্রাম- গঞ্জে লোকালয়ে যানবাহন ও জনচলাচল বর্তমানে সীমিত আকারে চলমান রয়েছে। এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে এক প্রকার অসাধু ব্যক্তি দেশে বিভিন্ন অবৈধ ব্যবসা শুরু করেছে।
তারই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে  সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬ ঘঠিকার সময় শমসেরনগরের মোকামবাজার ব্রাক অফিস সংলগ্ন এলাকা থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে মাদক পাচার কালে১১৮ পিস ইয়াবাসহ একব্যক্তিকে আটক করেছে মৌলভীবাজার জেলা ডিবি পুলিশ। আটককৃত যুবক কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের  নমুজা  গ্রামের  মনাফ মিয়ার ছেলে ফয়সাল আহমেদ টিটু (৩২) কে আটক করে কমলগঞ্জ থানায় হস্হান্তর করা হয়।বিষয়টির সত্যতা নিশ্চত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
Share.
Exit mobile version