স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দেবোত্তর ডিগ্রী কলেজের প্রভাষক জাফর ইকবাল এর বাড়ীর সামনে একটি নিফিয়া ঘাস ক্ষেতে শ্রমিক রেজাউল ও নান্নু ঘাস কাটছিলেন। এসময় তারা একটি মরা গাছের নিচে ৩টি মেছো বাঘের বাচ্চা দেখতে পায়।
তারা বাঘ বাঘ বলে চিৎকার দিলে এলাকার লোকজন ছুটে এসে মেছো বাঘের ৩টি বাচ্চা আটক করে।
খবর পেয়ে জেলা বন বিভাগের রেঞ্জ অফিসার রঞ্জিবুল আমিন ও ঈশ্বরদী-আটঘরিয়া উপজেলার বন কর্মকর্তা ইসমাইল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাচ্চা তিনটি উদ্ধার করেন।
পাবনার সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়েই দ্রুত আমরা ঘটনাস্থলে গিয়ে বাঘের বাচ্চাগুলো উদ্ধার করি। তিনি বলেন, ধারণা করা হচ্ছে সপ্তাহ খানেক আগে এই বাচ্চাগুলো জন্ম নিয়েছেন। বাচ্চাগুলো খুব ছোট হওয়ায় আমরা ফিডারে করে দুধ পান করিয়েছি। রাজশাহী অফিসের বন্যপ্রানী বিভাগের পরিচর্যা কেন্দ্রে রাখার জন্য তাদের সাথে কথা বলে গাড়িতে করে বিকেলে পাঠিয়ে দেয়া হয়েছে।
স্থানীয়রা বলেন, কয়েকদিন আগেই একই উপজেলার মাজপাড়ার মন্ডলপাড়ায় আফজাল হাজীর আম বাগানে একটি সাড়ে ৪ ফুট লম্বা মেছো বাঘ আটক করে স্থানীয়রা। কিন্তু বাঘটি বন বিভাগের দেওয়ার আগেই আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম নিজ জিম্মায় নিয়ে বন বিভাগের পৌছে দেয়ার কথা বলে সেখান থেকে বাঘটি নিয়ে চলে আসেন। কিন্তু পথিমধ্যে বাঘটি খাচা ভেঙ্গে পালিয়ে গেছে বলে জানানো হয়।