শাহজাহান সরকার, ভ্রাম্যমাণ জেলা প্রতিনিধি, পাবনা:-অনলাইন কেনাকাটায় পাবনার চাটমোহরে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘চাটমোহর অনলাইন শপ’। বুধবার ০১ জুলাই দুপুরে চাটমোহর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান। চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন চাটমোহর অনলাইন শপ’র পরিচালক সানোয়ার হোসেন ফুল। পরে চাটমোহর অনলাইন শপের যাত্রা শুরু উপলক্ষ্যে কেক কাটেন অতিথিবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক আব্দুল মুতালিব, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, চাটমোহর অনলাইন শপের অপর পরিচালক এম এম মুরাদুজ্জামান মৃদুল, খোঁজখবর ডটনেটের সম্পাদক শাহীন রহমান, দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি হাবিবুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, চাটমোহরবাসীর মন জয় করতে পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। সাশ্রয়ী মুল্যে সময়মতো সঠিক পণ্য গ্রাহক প্রান্তে পৌঁছে দিতে পারলে সবাই আগ্রহী হবে অনলাইন কেনাকাটায়। এর মাধ্যমে অনলাইন কেনাবেচায় কর্মসংস্থানের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।

চাটমোহর অনলাইন শপের পরিচালকবৃন্দ জানান, প্রাথমিকভাবে তাদের পণ্যের তালিকায় রয়েছে খাঁটি গরুর দুধ, খাঁটি ঘি, বগুড়ার ঐতিহ্যবাহী দই, খাঁটি সরিষার তেল, খাঁটি আটা/ময়দা, রান্নার তেল, চিনি, গুড়, টিস্যু, টুথপেস্ট, পারফিউম, সাবান, বডিলোশন, কাঁচাবাজার পণ্য, সাধারণ ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। প্রতিষ্ঠানের ফেসবুক পেজের ইনবক্সে বা নির্ধারিত মোবাইল নাম্বারে ফোন করলে বাড়িতে পণ্য পৌঁছে দেয়া হবে।

এজন্য চাটমোহর পৌর সদরের মধ্যে ২০ টাকা ও পৌর সদরের আশপাশের এলাকার জন্য ৫০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য। ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন ০১৯১১-২৪৫৪৫৬ ও ০১৭৪৪-৭০২৫১৬ এই নাম্বারে। আর চাটমোহর অনলাইন শপের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকতে পারেন এই লিংকে। https://www.facebook.com/Chatmoharonlineshop0/

Share.
Exit mobile version