এলিসন সুঙ, মৌলভীবাজার প্রতিনিধি :- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জীবনমান ও আর্থ-সামাজিক উন্নয়ন লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত বিভিন্ন  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায় মাঝে বিনামুল্যে বকনা গরু বিতরণ করা হয়। ২জুলাই বৃহস্পতিবার  শ্রীমঙ্গল প্রাণিসম্পদ কার্যালয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের ব্যবস্হাপনায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪২টি পরিবারের মাঝে ৪২ টি উন্নতজাতের বকনা গরু বিতরণ করা হয়।সাথে করে  ১২৫ কেজি করে প্রতিজনকে রেডিফিড  বিতরণ করা হয়।
বকনা গরু বিতরণ অনু্ষ্ঠানে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুহুল আমিন। প্রাণি সম্পদ কর্মকর্তা বলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাতিসত্তা আর্থ-সামাজিক মান উন্নয়ন প্রকল্প থেকে এই সব প্রাণিসম্পদ বিতরণ করা হচেছ। আগামী সপ্তাহ ২৮টি গরু অন্যান্য  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে মাঝে আবার বিনামূল্য বিতরণ হবে বলে ব্যক্ত করেন।
Share.
Exit mobile version