অনুরাধা-১০
.…আল মামুনুর রশীদ

তুমিতো চলে গিয়ে বেঁচে গেছো
কিন্ত আমি………?
গুলতির মত টানছি জীবন।
এখন কায়াকীর্তনেও নেই আইজদ্দিন
কষ্টের মাত্রাটা বুঝি খুব তীব্র ছিলো
তাই ঢাকা’র দেয়ালেও নেই সে।
নতুন করে এ কংক্রিটের নগরে
কষ্টে আছে আয়েশা আক্তার
বিশ্ববিদ্যালয়ের দেয়ালে তাঁর কষ্টের আঁকিবুকি।
এখানে ধর্ষকের শুক্রাণুতে যে শিশুর জন্ম হয়
কিশোরী মা সমাজের বুকে থুথু দিয়ে
নাম রাখে “অত্যাচার”।
মানুষের পাপবোধে সুবোধ আজ জেলে
খবর নেয় না কেউ; এমন কি ইশ্বর !!

Share.
Exit mobile version