মায়ার মাশুল
_____________ওবায়দুল হক
মনের উর্বর জমিতে
বুনেছি কষ্টের বীজ,
ভ্রূণ লালন করা চারা
ধীরে ধীরে বেড়েই চলেছে
শেঁকড় শুষে নিচ্ছে রক্ত,
উপড়ে ফেলতে অপারগ, ব্যথা বিস্ফোরণে।
মনের আষ্টেপৃষ্ঠে ব্যথা জড়িয়ে
বেপরোয়া গতিতে এগিয়ে চলা,
আমি আর নিতে পারছি না
প্রবল মায়ায় বলতেও পারছিনা
কষ্ট লতা আমায় মুক্তি দাও।
ঐ আলিঙ্গণ যখন বুকের পাঁজর
দুমড়ে মুচড়ে দেয় ,
ক্লান্ত হয়ে মৃত্যুর মাঝে লুকিয়ে থাকি,
আবার ফিরি জীবিত আবিস্কারে,
রক্তচোষা মমতায়
ক্ষত-বিক্ষত বুক নিয়ে ।
বেদনা বৃক্ষের রাক্ষসী ক্ষুধায়
চোখের জল শুকিয়ে গেছে ,
চরম দুর্যোগে ভোগান্তির শিকার দেহ -মন
শুধু মৃত্যুর অপেক্ষায় ঢলে পড়ে আছে ,
কখন আসবে মুক্তির আগুনে ঝলসানো বার্তা ;
“নড়বড়ে চাটুকর মই বেয়ে, মায়ার মাশুল দিতে
পৃথিবী সুরঙ্গ থেকে পালিয়ে গেছি “।
০৬/৭/২০২০ || বরিশাল