শাহজাহান সরকার, ভ্রাম্যমাণ জেলা প্রতিনিধি, পাবনা :- পানি উউন্নয়ন বোর্ডের দুর্নীতি এবং অবহেলা৷ গাজনার বিল খাল খনন প্রকল্পের কাজ ৯ বছরেও বাস্তবায়িত হয়নি
৪১৯ কোটি টাকা ব্যয়ে গাজনার বিল প্রকল্পের কাজ দীর্ঘ ৯ বছরেও বাস্তবায়িত হয়নি। এদিকে মূল প্রকল্প বাস্তবায়নের আগেই শেষ হয়ে গেছে মৎস, পশু সম্পদ, এলজিইডি এবং বন বিভাগের কাজ।
অপর দিকে বারবার মেয়াদ বাড়িয়ে এবং প্রকল্প ব্যয় অর্ধশত কোটি টাকা বাড়ানোর পরেও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পানি উন্নয়ন বোর্ডের কাজ।
পাবনা-২নির্বাচনী এলাকার (সুজানগর-বেড়া) সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) এ কে খোন্দকারের প্রচেষ্টায় গাজনার বিল উন্নয়ন প্রকল্পটি গ্রহণ করা হয়।
গাজনার বিল দেশের উত্তর-পশ্চিম বঙ্গের বড় একটি বিলের নাম। এই বিলটি পাবনা জেলার সুজানগর উপজেলার অবস্থিত। এই বিলকে ঘিরে ২০১০-১১ অর্থ বছরে নানা মুখী প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কাজ শেষ হওয়ার কথা ছিল তিন বছরের মধ্যে।
মূল লক্ষ ছিলঃ
১. পানি নিষ্কাশনের মাধ্যমে বিলের জলাবদ্ধতা এবং বন্যা মুক্ত করে এক ফসলী জমি কে তিন ফসলী রুপান্তরিত।
২. সেচ সুবিধা বাড়ানোর মাধ্যমে বেশি ফসল উৎপাদন
৩. দেশী প্রজাতি মাছের বংশবৃদ্ধি ও বনভূমি তৈরী করা।
কিন্তু ৯ বছরেও গাজনার বিলের এলাকাবাসীর স্বপ্ন অধরাই থেকে গেল।
পানি উন্নয়ন বোর্ড এর মতে তারা ৬৮ কি.মি খাল খনন করেছে। কিন্তুু এ সমস্ত খাল দিয়ে পানি ঠিকমত নিষ্কাশন হয়না।