নিজস্ব প্রতিবেদক :- মহামারী করোনাকালীন সময়ে ২০২০-২১ অর্থ বছরের বাজেটে বিভাগি ভিত্তিক ও জেলা ভিত্তিক উন্নয়ন বাজেট বরাদ্দ হয়নি বলে দাবি বরিশাল বিভাগ সমিতির।
আর এ বাজেট বরাদ্দে বৈষম্য সৃষ্টি হয়েছে। দেশের বিভাগগুলো উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এ বাজেটে সাধারন জনগন খুশি নয় বলে মনে করেন বরিশাল বিভাগ উন্নয়ন সমিতি। তাই বরিশাল বিভাগ সমিতি, বিভাগ ভিত্তিক উন্নয়ন বাজেট বরাদ্দের দাবি করছে।
বরিশাল বিভাগ উন্নয়ন সমিতির সভাপতি সাবেক সচিব ইতিহাসবিদ আলহাজ¦ সিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, ২০২০-২১ অর্থ বছরের বাজেটে বিভাগ ও জেলা ভিত্তিক উন্নয়ন বাজেট বরাদ্দ হয়নি। আমি সরকারের কাছে দাবি করছি বিভাগ ভিত্তিক উন্নয়ন বাজের বরাদ্দের।