কামরুল হাসান সোহাগ, বিশেষ প্রতিবেদকঃ-  মুজিবর্ষে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায়  মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এই বর্ষায় “সম্ভাবনার কলসকাঠী” উদ্যোগে বুধবার কলসকাঠী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে ।
কলসকাঠী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসুচির শুভ সুচনা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্ভাবনার কলসকাঠী’র প্রধান উপদেষ্টা আঃ সালাম তালুকদার, প্রবীন শিক্ষাবিদ- বাবু চঞ্চল কুমার গাঙ্গুলি, কলসকাঠী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্ভাবনার কলসকাঠী’র উপদেষ্টা, বাবু তরুন কুমার গাঙ্গুলি, সম্ভাবনার কলসকাঠী’র সভাপতি- মাওলানা মোঃ শামিম আহমেদ, সিনিয়র সহ সভাপতি- রাবিন্দ্র নাথ কুন্ডু, সহ সভাপতি- আবু সালেহ মোঃ বশির, সহ সভাপতি- মোঃ রিয়াজুল ইসলাম হাওলাদার, সাধারন সম্পাদক- এনছান আলী, সাংগঠনিক সম্পাদক- মোঃ মেহেদী হাসান, অর্থ সম্পাদক- মোঃ কাওসার মোল্লা, কলসকাঠী দুস্থ ছাত্র কল্যান পরিষদের সভাপতি- বাবু গফু সেন, যুবলীগ নেতা- মোঃ হাবিব আকন, মোঃ জাহাঙ্গীর মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তরুন কুমার গাঙ্গুলি আগত অতিথিদের মৌসুমি ফল (আম কাঠাল) দিয়ে আপ্যায়ন করান।
Share.
Exit mobile version