শাহজাহান সরকার, ভ্রাম্যমাণ জেলা প্রতিনিধি, পাবনাঃ- পাবনায় পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে পাবনার সচেতন পাবনাবাসী। এসময় ঐতিহ্যবাহী প্রাচীন জেলায় পিসিআর ল্যাব স্থাপনের জন্য প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করা হয়।
বৃহস্পতিবার ৯জুলাই পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে সচেতন পাবনাবাসীর ব্যানারে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, তহুরা আজিজ ফাউন্ডেশনের সভাপতি দেওয়ান মাহবুব, সমাজ কর্মী শিশির ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আসাদ বাবু, লাবিব সুনাম, ওহিদুল ইসলাম, জীবন কুমার সরকার প্রমূখ।
বক্তারা বলেন, দেশের ঐতিহ্যবাহী  প্রচীনতম জেলা পাবনা। কিন্তু দুঃখজনক হলেও সত্য হলো অনেক পুরোনো জেলা হলেও এখানে পিসিআর ল্যাব স্থাপন না হওয়াটা দু:খজনক।
বর্তমানে করোনা সংক্রমনের হার বেড়েগেছে এ জেলায়। এখান থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহীতে মেডিকেলে পাঠাতে হয়। রিপোর্ট পেতে সময় লেগে যায় কয়েক সপ্তাহ। ফলে রিপোর্ট পেতে পেতে দ্রুতবেগে বেড়ে যাচ্ছে  সংক্রমন। যে কারনে মারাত্মক এক ঝুঁকির মধ্যে পড়েছে পাবনাবাসী।
বক্তারা ঐতিহ্যবাহী প্রচীন এ জেলায় পিসিআর ল্যাব স্থাপনের জন্য প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন ।
Show quoted text
Share.
Exit mobile version