নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় নতুন করে আরও ২ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের একজন মহাদেবপুর উপজেলার এবং অপরজন ধামইরহাট উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্য্ াদাঁড়ালো ৬৭৬ জন-এ।

গত ২৪ ঘন্টায় জেলায় মোট ১৬৩ জনকে হোম ওেকায়ারেনটাইনে নেয়া হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ২৯ জন, রানীনগর উপজেলায় ৩ জন, আত্রাই উপজেলায় ৫ জন, মহাদেবপুর উপজেলায় ৮ জন, মান্দা উপজেলায় ৮ জন, বদলগাছি উপজেলায়# ৭ জন,ম পতœীতলা উপজেলায় ২৫ জন, ধামইরহাট উপজেলায় ১২ জন, সাপাহার উপজেলায় ৩১ জন এবং পোরশ্ াউপজেলায় ৩৫ জন। এ সময় কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২২৪ জনকে। বর্তমানে কোয়ানেটাইনে রয়েছেন ১৫৪৯ জন। এ সময় সুস্থ্য হয়েছেন ১৫ জন। সর্বমোট সুস্থ্য হয়েছেন ৪৯৫ জন

Share.
Exit mobile version