ব‌রিশাল ক‌লে‌জের নাম প‌রিবর্তন মন্দের ভাল দিক !

‌রিয়াজ পাটওয়ারী

অ‌শ্বিনী কুমার দত্ত শুধুমাত্র একজন শুধু দানশীল নন। অ‌শ্বিনী কুমার ব‌রিশালবাসীর কাছে একটি আবেগ, ভালবাসা আর শ্রদ্ধার নাম। ভুলে যাবেন না, তিনি শুধু ব‌রিশালেরই নন বৃহৎ অর্থে দে‌শের ইতিহাস, সম্পদ।

আমি সেই বৃহৎ অর্থে না গিয়ে সরকা‌রি বরিশাল ক‌লেজ’র কথাই বলি। অ‌শ্বিনী কুমার দত্ত জাতি, ধর্ম, বর্ণ, দল-মতের উর্ধ্বে গিয়ে সর্বজনীন শ্রদ্ধার পাত্র ছিলেন এবং থাক‌বেন।

এই কথা অস্বীকারের উপায় নেই। এমন মহৎপ্রাণ মানুষকে নি‌য়ে এক‌টি ক‌লে‌জের নাম প‌রিবর্তন ক‌রে তাঁর নামে নামকরণ নিঃসন্দেহে মন্দের ভাল দিক। কিন্তু এতে যে জনরোষে পরিণত হচ্ছে সেটাও খেয়াল রাখতে হবে। নাম প‌রিবর্তন করুক বা না করুক এটা নিয়ে আমার বলার কিছু নেই।

আমার চাওয়া, এই গুণী মানুষের নাম-ব্যক্তিত্ব কোনো গোষ্ঠী যেন সামষ্টিক না ভেবে ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য ব্যবহার নাক‌রে।

লেখক: বার্তা সম্পাদক, দৈ‌নিক ন্যায়-অন্যায়

Share.
Exit mobile version