শাজজাহান সরকার , বিশেষ প্রতিনিধিঃ-  মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের জন্য পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজার,খাল-বিল ও নদীনালায় উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সরকারের এ লক্ষ্য বাস্তবায়নে বুধবার ১৫ জুলাই দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নে সোনাইবিলে অভিযান চালিয়ে  প্রায় ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং পরে নন্দনপুর বাজারে এই কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাজমুল হোসেন।
এ সময় সাথে ছিলেন সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ: লতিফ, পাবনা জেলা মৎস্য চাষী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবুল, ইউপি সদস্য আ: হামিদ ফকির প্রমুখ।
সহকারী মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
Share.
Exit mobile version