শাহজাহান সরকার, বিশেষ প্রতিনিধিঃ- নাটোরের সিংড়ায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।উপজেলার শেরকোল ইউনিয়নের টেমুক-নওগাঁ সড়কের ৩টি স্থান ধসে আত্রাই নদীর পানি তীব্র বেগে প্রবেশ করছে বসতভিটায় ও ফসলী জমিতে।
এলজিইডির তত্বাবধানে এলাকাবাসী সকাল থেকে বাঁশ দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু পানির চাপ বেশি থাকায় কুলিয়ে উঠতে পারছেননা তারা।
রাস্তা ধসে যাওয়ায় বন্ধ হয়ে গেছে শেরকোল ও তাজপুর ইউনিয়নের মধ্যে সড়ক পথের যোগাযোগ।
এদিকে দুপুরে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে দুর্গতদের আশ্রয় কেন্দ্রে স্থানান্তরের নির্দেশ দেন।এসময় তিনি ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু ও এলজিইডির কর্মকর্তারপা উপস্থিত ছিলেন।
Share.
Exit mobile version