তথ্যগুলো হলোঃ-

★গোরু বা ছাগল এর হাটে একটি পশু কেনার জন্য দুজনের বেশি যাওয়া যাবেনা।

★শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের হাটে নেয়া যাবেনা।

★হাটের প্রবেশ ও বাহির পথ একমুখী হবে।

★প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থা / হ্যান্ড সেনিটাইজার এবং তাপমাত্রা পরিমাপক যন্ত্র রাখবেন ইজারাদার।

★ প্রত্যেক ব্যক্তিকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে।

★ প্রতিটি পশু নিরাপদ দুরত্বে রাখতে হবে।

★প্রত্যেক হাটে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থাকবে।

★উপজেলা নির্বাহী অফিসার বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ যেকোনো সময় হাট পরিদর্শন করবেন।

★হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করবেন ব্যাংক কর্তৃপক্ষ।

★ পকেটমার/ছিনতাইকারী হতে সাবধান থাকতে হবে।

★ স্বাস্থ্য বিধি অনুসরণের জন্য কিছুক্ষণ পরপর মাইকিং করবেন ইজারাদার কর্তৃপক্ষ।

★এবছর কোনো অস্থায়ী হাট বসবেনা।

Share.
Exit mobile version