মোঃ হোসেন আলী, কোটালিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ– কোটালিপাড়ায় ঘাঘর নদীর ব্রিজের গোঁড়ায় মুল সড়কে অবৈধভাবে বাশঁ রাখায় এবং বাঁশ লোড আনলোড করার সময় বাঁশের সুচালো মাথা গলায় ঢুকে এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়ে। নিহত   ভ্যানচালকের নাম সুজন শেখ (২৬)। নিহত সুজন শেখ  চিতশী গ্রামের রেজাউল শেখের ছেলে।
বিসস্থ্য সূত্রে যানাযায়, শনিবার (১৮জুলাই) সকাল ৮ টায় গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সার হাট সড়কে কোটালীপাড়া ঘাঘর ব্রিজের গোঁড়ায় পৌর মার্কেটের সামনে অবৈধভাবে বাঁশ রাখায় বাশেঁর হাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন শেখ ভ্যানে যাত্রী নিয়ে উপজেলার দিকে যাচ্ছিলেন। মেইন সড়কে বাশঁ ব্যবসায়ী নছিমন গাড়ীতে বাশঁ লোড কারার সময় সুজন শেখ ভ্যান নিয়ে বিপরীত দিক থেকে আসার সময়ে তার গলায় বাশের সুচালো মাথা ঢুকে ভেদ হয়ে বেরিয়ে যায়, এতে ভ্যান চালক সুজন শেখের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়।
ভ্যানে থাকা যাত্রী অনিমেষ সিংহ আহত হয়ে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি আছে।
এদিকে স্থানীয়রা বাঁশ ব্যবসায়ীর বিচার দাবি করেছেন।
Share.
Exit mobile version