নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার সাপাহার উপজেলায় আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা হলো ১২ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় চিকিৎসক, সাবেক উপজেলা চেয়ারম্যান, পুলিশ ও নার্সসহ মোট ৩৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। নওগাঁ’র ডেপুটি সিভিলসার্জন ডাঃ মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন এদের মধ্যে পতœীতলা উপজেলায় ১ চিকিৎসকসহ ৭ জন, সাপাহার উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান, ১ জন পুলিশ সদস্য ও ১ জন নার্সসহ ১২ জন, নিয়মতপুর উপজেলায় ১ পুলিশ সদস্য ও ইউ এন ও অফিসের এক অফিস সহকারীসহ ৫ জন, সদর উপজেলায় ৮ জন, রানীনগর উপজেলায় ১ জন, মহাদেবপুর উপজেলায় ২ জন এবং পোরশা উপজেলায় ৪ জন ।

এ নিয়ে জেলায় কোভিড-১৯ এ আক্রান্তের মোট সংখ্যা হলো ৭৭৯ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৫৩৮ জন। গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১ জনকে। এই ২৪ ঘন্টায় হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ৪০ জনকে। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ১০ হাজার ৮শ ৫৩ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৩শ ৫ জন।

Share.
Exit mobile version