মৌলভীবাজার প্রতিনিধি :- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে  প্রধানমন্ত্রী বিশেষ  তহবিল থেকে অর্থবছর   ২০১৯-২০২০সালে মৌলভীবাজার জেলা অধীনে বিভিন্ন উপজেলায় বসবারত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গ্রামগুলোতে  যোগাযোগব্যবস্থা উন্নয়ন  জন্যে ব্রিজ বরাদ্দ প্রদান করা হয়।
মৌলভীবাজারের  কমলগন্জ উপজেলা প্রশাসন বাস্তবায়নে ৮নং মাধবপুর  ইউনিয়নে অবস্থিত পাত্রখোলা খাসিয়া পুন্জি এলাকায় প্রবেশ পথে ব্রিজ নির্মাণ কাজ আরম্ভ  কালে ১৭জুলাই  শুক্রবার শ্রীগোবিন্দপুর চা বাগানের কতৃপক্ষ নির্দেশে চা বাগানের ব্যবস্থাপক প্রশান্ত কুমার সরকার ব্রিজ নির্মাণ কাজ বাধা প্রদান  করেন।প্রধানমন্ত্রী অর্থায়নে বরাদ্দকৃত ব্রিজ নির্মাণ কাজে শ্রীগোবিন্দপুর চা বাগানের বাধা দেওয়ার কথা জানতে পেরে ১৮ জুলাই শনিবার বিকেল ৩টা সময় কমলগঞ্জ উপজেলা ইউএনও আশেকুল হক  ও  কমলগঞ্জ থানা পুলিশ ইনচার্জ (ও সি)  আরিফুল রহমান  সরজমিনে পরিদর্শন করেন।।
সরজমিন পরিদর্শন কালে কমলগঞ্জ উপজেলা ইউএনও বলেন চা বাগানের সমস্ত জায়গা  হল সরকারের এবং চা বাগানের ভিতরে রাস্তা-ঘাট,জল-ছড়া,দেশের জনসাধারণ সকলই ব্যবহার ও চলাফেরা করতে পারবে এবং এইসব স্থানগুলো সরকার কোন ইজারদারকে লিজ দেওয়া হয়না।  প্রধানমন্ত্রী অর্থায়নে ৫লক্ষ টাকা বরাদ্দকৃত ব্রিজটি পাত্রখোলা খাসিয়া পুঞ্জি এলাকায় প্রবেশ পথে নির্মাণ কাজে  চা বাগানের কতৃপক্ষ বাধা প্রদান  করেন।পরিদর্শন করে দেখেছি আমি এই বিষয়ে স্থানীয় এমপি সাথে আলাপ করার পরে, সমস্যাটি  সমাধান করব বলে ব্যক্ত করেন।
Share.
Exit mobile version