শাহজাহান সরকার, বিশেষ প্রতিনিধিঃ- পাবনার সুজানগরে পশুর হাটে ক্রেতার চেয়ে কোরবানির গরু-মহিষ বেশি
সুজানগর উপজেলার অধিকাংশ পশুর হাটে ক্রেতার চেয়ে বিক্রেতার সমাগম বেশি। পবিত্র ঈদুল আজহার দিন যত ঘনিয়ে আসছে উপজেলার হাটবাজারে তত বেশি কোরবানির পশু আমদানি হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর নির্দিষ্ট তিনটি পশুর হাট ছাড়াও আরো তিনটি হাটবাজারসহ মোট ছয়টি স্থানে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। হাটবাজারগুলো হলো সুজানগর পৌর বাজার হাট, রাইপুর হাট, শ্যামগঞ্জ হাট, মানিকহাট হাট, কাদোয়া হাট ও সাতবাড়িয়া বাজার পশুর হাট। ঈদের এখনো বেশ কয়েকদিন দেরি থাকলেও পৌর বাজার হাটসহ উপজেলার সব হাটবাজারে প্রচুর পরিমাণে গরু-ছাগল ও মহিষ উঠছে। স্থানীয় গৃহস্থদের পাশাপাশি কোরবানির পশু ব্যবসায়ীরাও হাটবাজারে গরু-ছাগল ও মহিষ নিয়ে আসছেন।

রবিবার পৌর বাজার হাটে গরু বিক্রি করতে আসা
উপজেলার কাদোয়া গ্রামের আব্দুর রহমান জানান, তিনি দুটি ষাঁড় গরু নিয়ে বাজারে গিয়েছিলেন। কিন্তু তেমন দাম হয়নি। দুই-চার জন দাম বললেও সেটা বেচা-বিক্রির মতো দাম নয়। ফলে তিনি ষাঁড় দুটি বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছেন।

Share.
Exit mobile version