শাহজাহান সরকার, বিশেষ প্রতিনিধিঃ- উজানের ঢল আর টানা বর্ষণে পাবনায় বেড়েছে পদ্মা-যমুনাসহ বিভিন্ন নদ-নদী,খাল-বিলের পানি। পানিবৃদ্ধির পাশাপাশি সুজানগর ও বেড়া উপজেলায় দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। নদীপাড়ে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোফাজ্জল হায়দার জানান, সোমবার সকালে বেড়া উপজেলার নগরবাড়ী পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৮৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধিতে পদ্মা যমুনার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।সুজানগর – বেড়া উপজেলার ৯ ইউনিয়নের আরও অন্তত ২০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ। সুজানগর উপজেলার সাগরকান্দী ইউনিয়নের প্রায় সকল স্হানে প্লাবিত হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এবং ফসলের মাঠ।