ডাঃ আসমা খান জানান, মঙ্গলবার সকালে রাজশাহী ল্যাবের রিপোর্টে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মমতাজ মহল, হাসপাতালের চিকিৎসক ডাঃ কাবেরি শাহ্ ও তাঁর স্বামী ডাঃ মাহবুবুর রহমান, ঈশ্বরদী থানার এসআই জুলহাস উদ্দিন, সজিবুল করিমসহ নয়জনের পজিটিভ পাওয়া গেছে। আক্রান্ত অন্যান্যদের মধ্যে রয়েছেন, হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তার বোন খন্দকার শিরিন ফেরদৌস, আলোবাগ মোড়ের গৃহবধু নাজনীন সুলতানা, পিয়ারপুর এলাকার পারভেজ ও স্কুলপাড়া এলাকার ম্যাক্স কোম্পানীর কর্মকর্তা আবু রায়হান শিমুল।
গত ১৯ শে জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হানের স্ত্রী মিসেস কামরুন্নাহার ও থানার এসআই সেকেন্দার আলীর পজিটিভ রিপোর্ট আসে।
প্রসঙ্গত: করোনা পরিস্থিতির শুরু হতেই সরকারের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরুত্ব বজায় রাখতে ঈশ্বরদীর সহকারী কমিশিনার (ভূমি) মমতাজ মহল নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছেন। সকাল থেকে সন্ধ্যা অবধি হ্যান্ডমাইক নিয়ে জনসচেতনতার জন্য।