বরিশাল অফিস :- পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে লঞ্চে নদীপথে যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে আটটি নির্দেশনা দিয়েছে মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার বরিশাল বিআইডবিøউটিএ ও জেলা লঞ্চ মালিক সমিতির সদস্যদের নিয়ে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেয়া হয়।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম পিপিএম জানান, করোনার মধ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লঞ্চে নদীপথে আসা যাত্রীদের জন্য লঞ্চে জীবানুনাশক ¯েপ্রসহ ট্যানেল স্থাপণ, সিসি ক্যামেরা আওতায় আনা, যাত্রীদের মধ্যে দুরত্ব বজায় রাখা, যাত্রীদের ডানদিক দিয়ে চলাচল বাধ্যতামূলক করা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট বয়ার ব্যবস্থা করা, সাবধানতার সাথে লঞ্চ ও জাহাজ চলাচল করা, লঞ্চে মাইকের ব্যবস্থ করা, লঞ্চঘাটের পল্টুনে ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স মেডিকেল টিমের ব্যবস্থাসহ আটটি বিষয়ের উপর জোর দেয়া হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল নদী-বন্দর উপ-পরিচালক আজমুল হুদা মিঠু, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল, ওসি মোঃ নুরুল ইসলাম, সদর নৌ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Share.
Exit mobile version