শাহজাহান সরকার, বিশেষ প্রতিনিধি। 
পাবনার সাঁথিয়ায় পুলিশ পরিচয়ে নগদ টাকা, মালামাল লুটসহ ডাকাতির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার দিনগত রাত প্রায় ২ টার দিকে নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে।
বাড়িওয়ালার অভিযোগ থেকে জানা যায়, হাটবাড়িয়া গ্রামের আতোয়ার প্রতিদিনের ন্যায় বুধবার রাতে পাশে বোয়াইলমারী বাজারে পাহারা দিতে যায়। বাড়িতে ছেলে , স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে পরে। রাত ২ টার দিকে পুলিশের লোক পরিচয়ে ঘরের দরজা খুলতে বলে। তখন দরজা খুললে মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ঘরে থাকা নগদ ২ লাখ ৭ হাজার টাকা ও স্বর্ণ অলংকার ডাকাতদল নিয়ে যায়।
বৃহস্পতিবার ২৩ জুলাই আতোয়ার সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দেন।
এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইন্চার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় বাদীর ছেলে সন্দেহজনক ভাবে এরশাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সে এর সাথে জড়িত আছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং অবস্হা বুঝে পরবর্তী ব্যাবস্হা নেয়া হবে।
Share.
Exit mobile version