শাহজাহান সরকার, বিশেষ প্রতিনিধি।
ব্যাবসায়ীরা গরু নিয়ে ঢাকা যাওয়ার পথে মানিকগঞ্জের যমুনা নদীতে কোরবানির গরু বোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
এতে বেশ কয়েকটি গরু নিখোঁজ হয়েছে। ট্রলারটিতে ৪০ থেকে ৪৫টি গরু ছিল। এরা পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলো।
ঘটনাটি শুক্রবার ২৪ জুলাই সকাল পৌনে ৯টার দিকে শিবালয় উপজেলার চর শিবালয়ের আরিচা ঘাটের অদূরেই ঘটে।
স্থানীয়রা জানান, ট্রলারে থাকা লোকজন সাতরিয়ে উঠলেও কিছু গরু পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন ট্রলার উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কবীর জানান, আজ সকাল পৌনে নয়টায় পাবনার নগরবাড়ি থেকে গরু বোঝাই একটি ট্রলার আরিচা আসছিল। প্রবল স্রোত ও অতিরিক্ত বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায়।

ট্রলারে প্রায় ৪০টি গরু ছিল। ১০টি গরু উদ্ধার করা গেলেও বাকি গরু ও ট্রলার এ এপর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ট্রলারে থাকা সকল লোকজনকে উদ্ধার করা হয়েছে। ট্রলার উদ্ধারে ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share.
Exit mobile version