মুহাম্মদ সাঈদঃ সমসাময়িক কালে যেসব নাট্যনির্মাতা দর্শকনন্দিত নাটক উপহার দিয়েছেন তার মধ্যে ইমরান হাওলাদার অন্যতম।

স্বাধীন শাহের রচনায় আরটিভিতে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত সাড়ে ন’টায় প্রচার হচ্ছে গ্রামীন পটভূমিতে নির্মিত ধারাবাহিক নাটক ভিলেজ হট্টগোল।

গ্রামের তিন ডাক্তার হোমিওপ্যাথি, এলোপ্যাথি এবং কবিরাজ। মূলত তিন ডাক্তার নিয়েই নাটকের শুরু পরবর্তীতে পাগলা গারোদ থেকে পালিয়ে আসা একজন লোক সে তাকে পাগলের ডাক্তার বলে পরিচয় দিয়ে গ্রামে ঢুকে পাগল খুঁজতে থাকে। এই ডাক্তারদের নিয়েই গ্রামে হট্টগোল চলতে থাকে। তাদের সাথে যোগ হয় ঘর জামাই গম চোর মেম্বার এবং প্রাক্তন গম চোর মেম্বার। আরো আসে উগান্ডা থেকে আগত হারবাল চিকিৎসক। যদিও তিনি উগাণ্ডায় হাউসকিপিং ছিলেন। তাদের নিয়ে ঘটতে থাকে নিত্যনতুন মজার ঘটনা।

ভিলেজ হট্টগোল নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় নাট্যাভিনেতা আ খ ম হাসান,সাজু খাদেম, সিদ্দিকুর রহমান,তারিক স্বপন নাদিয়া আহমেদ জেনি,পুনম হাসান জুই,হান্নান শেলী,আমানুল হক হেলাল,মুকুল সিরাজ সহ আরো অনেকেই।

Share.
Exit mobile version