বিশেষ প্রতিনিধিঃ- রোববার ২৬ জুলাই দুপুরে পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা হাটে ভ্রাম্যমান আদালত পারিচালনা করা হয়।
এসময় অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে হাট ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কোরবানি ঈদকে সামনে রেখে অমৃতকুন্ডা হাটে পশু ক্রয়ের ক্ষেত্রে সরকারি নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছিল।
এমন অভিযোগের ভিত্তিতে হাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
পরে এর সত্যতা পেয়ে হাট ইজারদার আব্দুল আজিজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য ইজারদারকে সতর্ক থাকতে বলা হয়।
Share.
Exit mobile version