রাঙা প্রভাত ডেস্কঃ ইসরায়েলের একটি ড্রোন লেবাননের আকাশসীমায় বিধ্বস্ত হয়েছে। লেবাননের দক্ষিণ সীমান্তে তৎপরতা চালাতে গিয়ে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে বলে ইসরায়েল সামরিক বাহিনী রবিবার জানিয়েছে।
ইসরায়েলি বাহিনী দাবি করছে, লেবাননের ভূখণ্ডে তাদের ড্রোন বিধ্বস্ত হলেও এ থেকে কোনও ধরনের তথ্য ফাঁস হয়ে যায়নি। এদিকে, ইসরায়েলের গণমাধ্যম দাবি করেছে- প্রযুক্তিগত ত্রুটির কারণে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে।
এর আগে রবিবার দিনের প্রথমভাগে লেবাননের সামরিক বাহিনী জানিয়েছিল, ইসরায়েলের কয়েকটি ড্রোন দেশের দক্ষিণ অংশে প্রবেশ করেছে এবং দুই দিনে অন্তত ২৯ বার আকাশসীমা লঙ্ঘন করেছে।
ইসরায়েল বলছে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পক্ষ থেকে হুমকি বেড়ে যাওয়ার কারণে উত্তর সীমান্তে তারা সেনা মোতায়েন জোরদার করেছে। এরপর লেবাননের আকাশসীমায় ইসরায়েলি ড্রোনের দফায় দফায় অনুপ্রবেশের খবর বের হলো।
এর আগে রবিবার দিনের প্রথমভাগে লেবাননের সামরিক বাহিনী জানিয়েছিল, ইসরায়েলের কয়েকটি ড্রোন দেশের দক্ষিণ অংশে প্রবেশ করেছে এবং দুই দিনে অন্তত ২৯ বার আকাশসীমা লঙ্ঘন করেছে।
ইসরায়েল বলছে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পক্ষ থেকে হুমকি বেড়ে যাওয়ার কারণে উত্তর সীমান্তে তারা সেনা মোতায়েন জোরদার করেছে। এরপর লেবাননের আকাশসীমায় ইসরায়েলি ড্রোনের দফায় দফায় অনুপ্রবেশের খবর বের হলো।