আমসত্ব
তরুণ চক্রবর্তী

কেউ কখনো বলতে পারো
বিয়ের কোনো সঙ্গা,
এমন কোনো গৃহ আছে
হয়নি কভু দাঙ্গা?
বিয়ে করে কমই তো হয়
দুই হৃদয়ের বন্ধন,
কেউ বা আনে ঝি বানিয়ে
করতে হবে রন্ধন।
মাজতে হবে বাসন কাসন
মুছতে হবে ঘরটি,
দু হাত ভরে কামাই করে
খেটে মরে বরটি।
একার আয়ে যখনি হয়
চলতে ভীষণ কষ্ট,
তখন খোঁজে চাকরীজীবি
ছেলের জীবন নষ্ট।
দুই মেরুতে দুইটি জীবন
এক হয়ে দাম্পত্য,
ধীরে ধীরে মন বিষিয়ে
যায় হয়ে আমসত্ব।

Share.
Exit mobile version