বিশেষ প্রতিনিধি ঃদিনটা পার হলেই আগামীকাল শনিবার দেশব্যাপী উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সেই উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাতের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২০) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি কমটিপক্ষ জানায়, এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার মোট ছয়টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয়টি সকাল ৭টা ৫০মিনিটে, তৃতীয়টি সকাল ৮টা ৪৫ মিনিটে, চতুর্থটি সকাল ৯টা ৩৫ মিনিটে, পঞ্চমটি সকাল সাড়ে ১০টায় এবং সর্বশেষ জামাত বেলা ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদুল ফিতরের মতো এবারও সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য নির্দেশিকা বজায় রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদের প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।

এ ছাড়া সারা দেশে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার নামাজের জামাতও খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। নামাজে মসজিদের কার্পেট বিছানো যাবে না। সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে বাসা থেকে জায়নামাজ নিয়ে আসবেন। বাসা থেকে ওযু করে আসতে হবে এবং ওযু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

Share.
Exit mobile version