পদ্মা সেতুর মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে নদী ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার দুপুর ৩টায় দিকে আকস্মিক পদ্মা নদীতে ভাঙন শুরু হলে এর মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে কনস্ট্রাকশন ইয়ার্ডের কয়েকশ’ ফুট জায়গায়। ভেঙে গেছে একটি সাইডওয়াল অংশ। এতে নদীতে বিলীন হওয়ার আশংকা দেখা দিয়েছে কনস্ট্রাকশন ইয়ার্ডের ওই স্থানে থাকা পদ্মা সেতুর কাজে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ন মালামাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নদীতে তীব্র স্রোত দেখা দিলে হঠাৎ ভাঙনের কবলে বিলীন হয়ে যায় কনস্ট্রাকশান ইয়ার্ডের ওই অংশ। এসময় বেশ কিছু মালামাল নদীতে ডুবে যায়।
এব্যাপারে সেতু সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও বিষয়টি তারা পরে জানাবে বলে জানান।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই অংশে থাকা মালামাল ও যন্ত্রাংশ সড়িয়ে নেওয়ার কাজ করছে সেতু সংশ্লিষ্টরা। এছাড়া ভাঙন রোধে জিও ব্যাগ নদীতে ফেলা হচ্ছে।