রাঙা প্রভাত ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এর তথ্য অনুযায়ী, সোমবার ৩ আগস্ট পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ৯৬ হাজার ৭৮২ জনে।
আর বিশ্বব্যাপী করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৮৪ লাখ ৩৩ হাজার ৫২০ জন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ১৬ লাখ ৬২ হাজার ৭৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে ৮১০ জন। তার পরেই ব্রাজিল ৫৭২ জন ও যুক্তরাষ্ট্রে ৫৪৩ জন।

আর নতুন আক্রান্তের তালিকাতেও ভারত সবার উপরে। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। ভারতের চেয়ে মাত্র দেড় হাজার কম আক্রান্ত হয়ে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
ওয়ার্লওমিটারের তথ্য অনুযায়ী, আক্রান্তের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬তম স্থানে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার তিন শ ৫৬ জন। আর মৃত্যু হয়েছে ৩০ জন। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা তিন হাজার ১৮৪ জনের মৃত্যু হলো।
এদিকে, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে দুই লাখ ৪২ হাজার ১০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

Share.
Exit mobile version