বিশেষ প্রতিনিধিঃ পাবনায় বেশ কয়েক দিন যাবত ভ্যাপসা গরমে জনগন অতিষ্ট হয়ে উঠেছিলো শরৎ আশার পুর্বেই। হঠাৎ করেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলো পাবনা বাসি বৃষ্টির জন্যে।
মঙ্গলবার (৪আগষ্ট) সকাল ১১ টা দিক থেকে সুন্দর পরিবেশে থেমে থেমে প্রায় ঘন্টা দুয়েক শান্তির বৃষ্টি হয়ে গেলো তবে এখোনো মেঘের গর্জন থামেনি। এতে করে পাবনা বাসীর মনে শান্তির সুবাতাস বয়ে নিয়ে এলো প্রকৃতি।
মঙ্গলবার (৪আগষ্ট) সকাল ১১ টা দিক থেকে সুন্দর পরিবেশে থেমে থেমে প্রায় ঘন্টা দুয়েক শান্তির বৃষ্টি হয়ে গেলো তবে এখোনো মেঘের গর্জন থামেনি। এতে করে পাবনা বাসীর মনে শান্তির সুবাতাস বয়ে নিয়ে এলো প্রকৃতি।
ঈদের আমেজে মানুষ আত্বীয় স্বজন বাড়ি বেড়াতে গিয়েও মনে ছিলো অস্বস্তি, সেই অস্বস্তি থেকে কিছুটা হলেও স্বস্তি নেমে এসেছে মানুষের মনে।
করোনার কারনে সিমিত আকারে হলেও ঈদ উপলক্ষে বিয়ের অনুষ্ঠান চলছে ভ্যাপসা গরমে জনগন ছিলো চরম বিপাকে, বৃষ্টির কারনে সাময়িক প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও ফুরফুরে মেজাজে অনুষ্ঠান বাড়ি এখন ঘুরতে পারবে বলে সবার মনের বিশ্বাস।