Print Friendly, PDF & Email
শাহজাহান সরকার,বিশেষ প্রতিনিধি:- লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে মামার বাড়ী বেড়াতে এসে সতী নদীতে গোসল করার সময় স্বামী আনোয়ারুল হক (২৫) স্ত্রী বৃষ্টি বেগম(১৯)এর মৃত্যূ হয়েছে।
মঙ্গলবার ৪ঠা আগষ্ট রংপুর কামাল কাছনা এলাকার মকবুল হোসেনের ছেলে আনোয়ারুল হক ও তার নবপরিণীতা স্ত্রী বৃষ্টি বেগম সহ রাজপুর ইউনিয়নের ফারুখ হোসেন মামা শ্বশুড় বাড়ীতে বেড়াতে আসেন।দুপুর দুটার দিকে মামা শ্বশুড় বাড়ীর পাশে সতী নদীতে নব দম্পত্তি গোসল করতে যান।স্বামী আনোয়ারুল হক কে নদীর পানিতে ডুবতে দেখে,স্ত্রী বৃষ্টি স্বামীকে উদ্ধারে ঝাঁপ দিলে নদীর স্রোতে দুজনেই তলিয়ে গেলে এলাকা বাসী নদীতে নেমে তাদের খুঁজতে থাকেন, না পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিস ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিস কে মামা ফারুখ হোসেন মোবাইল করেন, লালমনিরহাট ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তিন ঘন্টা ব্যাপী খোঁজাখুঁজির পর সতী নদী থেকে বৃষ্টি বেগম ও তার স্বামী আনোয়ারুল হকের মরদেহ উদ্ধার করেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম জানান,বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়,মৃত্যূ ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় রাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফার উপস্থিতিতে অভিভাবকের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।মৃত আনোয়ারুল হকের বাড়ী রংপুর কামাল কাছনায় লাশ দাফনের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।

Share.
Exit mobile version