বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ উষ্ণতায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত, ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে ভারত সবসময় মিত্র হয়ে আছে ও থাকবে।

সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন তিনি। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধ-স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দু’দেশ মিলে নানা কর্মসূচি পালন করবে। একাত্তরের রণক্ষেত্র, বধ্যভূমি ও ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণেও যৌথ পদক্ষেপ নেবে বাংলাদেশ-ভারত। একইসঙ্গে মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের সম্মাননা দেয়া হবে।

এসময় রীভা গাঙ্গুলী বলেন, বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব পালন করা সত্যিই আনন্দের।

Share.
Exit mobile version