রাঙা প্রভাত ডেস্ক:- বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের ভাঙনে গৃহহীন হয়ে পরা পরিবার গুলোর খোঁজ-খবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম। বৃহস্পতিবার (০৬ আগষ্ট) দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়নের নদী ভাঙনে হুমকির মূখে মীরগঞ্জ বাজার ও ছোট মীরগঞ্জ বাজার এলাকা পরিদর্শন করেন তিনি।

আড়িয়াল খাঁ নদী ভাঙনে নিস্ব হয়ে পরা পরিবারগুলোর খোজ-খবর নেয় এবং পর্যায় ক্রমে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতা করার আশ^াস দেয়। এসময় তিনি বলেন, দ্রুত নদী ভাঙন প্রতিরোধে করনীয় বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে। জেলা প্রশাসক অজিয়র রহমান স্যারের সাথে কথা বলে গৃহহীন ও ভূমিহীনদের বাসস্থান ও খাবারের ব্যবস্থা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, ইউপি সদস্য পুতুল হোসেন, রহিমা বেগম প্রমুখ। উল্লেখ্য গত দুই দিনে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে। সাথে নদী ভাঙন তীব্র হয়ে মীরগঞ্জ ,ছোট মীরগঞ্জ ও রফিয়াদি এলাকার রাস্তাঘাটসহ ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হচ্ছে।

Share.
Exit mobile version