রাঙা প্রভাত ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশের একটি করোনা সেন্টারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে।
রবিবার ৯ আগষ্ট সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখান থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে।
এই সময় জানায়, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াডায় একটি হোটেলকে স্থানীয় হাসপাতাল কভিড সেন্টার হিসেবে ব্যবহার করছিল। সেখানে স্থানীয় সময় ভোর ৫টার দিকে আগুন লাগে।
কীভাবে আগুন লেগেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

পুলিশ সূত্র জানায়, অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছে। উদ্ধার করে হয়েছে ৩০ জন রোগীকে।
দমকল বাহিনীর তৎপরতায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে দমকল বিভাগ।
এর আগে গত বৃহস্পতিবার গুজরাটের এক কোয়ারেন্টাইন সেন্টারে শর্টসার্কিট থেকে লাগা আগুনে আটজনের মৃত্যু হয়।
প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন হটস্পটে পরিণত হয়েছে ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা সাড়ে ২১ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন সাড়ে ৪৩ হাজারে বেশি। রোগীদের জায়গা সংকুলান না হওয়ায় অনেক স্থাপনাকে অস্থায়ী করোনা সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

Share.
Exit mobile version