রাঙা প্রভাত ডেস্কঃ- বাংলাদেশ রেলওয়ে আগামী ১৬ থেকে ৩০ আগস্টের মধ্যে পর্যায়ক্রমে ১০০টি আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। প্রায় দুই মাস সীমিত আকারে আন্তঃনগর রেল সেবা চালু ছিল।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান বলেন, ‘বর্তমানে ৩৪টি আন্তঃনগর ট্রেন (আপ এবং ডাউন) চালু আছে। আগামী ১৬ থেকে ৩০ আগস্টের মধ্যে পর্যায়ক্রমে ১০০টি আন্তঃনগর ট্রেন চালু করা হবে।’

পরিচয় গোপন রাখার শর্তে রেল মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘স্বাস্থ্যবিধি পালনের নির্দেশনা একই থাকবে। অর্থাৎ অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন। টিকিট বিক্রি হবে অনলাইনে। বাকি ট্রেনের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এই কর্মকর্তা জানান।

Share.
Exit mobile version