রাঙা প্রভাত ডেস্কঃ সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা প্রদেশের তেলক্ষেত্রগুলো থেকে অপরিশোধিত তেল চুরি করছে বলে জানা গেছে আমেরিকান সেনারা ।।
আমেরিকা সিরিয়ার তেল এবং গ্যাস সম্পদ দখল করার জন্য আঞ্চলিক মিত্রদের সঙ্গে প্রচণ্ড রকমের প্রতিযোগিতায় নেমেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকটি সূত্র একটি সংবাদ সংস্থাকে জানিয়েছে, মার্কিন সেনারা পঞ্চাশটি ট্যাংকার নিয়ে আল-ইয়ারুবা ক্রসিং পয়েন্ট দিয়ে হাসাকা প্রদেশের প্রবেশ করে এবং ট্যাংকারগুলো ভরে আবার ইরাকি ভূখণ্ডের দিকে চলে যায়।
এদিকে, হাসাকা প্রদেশের কামিশলি শহরের আল-কুসাইর এলাকায় সিরিয়ার বহু সংখ্যক মানুষ একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সিরিয়ার ভূখণ্ডে মার্কিনীদের অনুপ্রবেশের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদ ও তার মিত্র রাশিয়া এবং ইরান বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সেখানকার সুন্নি মুসলমানদের ওপর অনবরত বোমা হামলা চালিয়ে যাচ্ছে। এ হামলায় অগনিত মুসলিম বাস্তুচ্যুত হয়ে তুরস্কের আশ্রয় শিবিরে পাড়ি দিয়েছে। গত ৯ জুলাই সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক আসাদকে সিরিয়ায় সামরিক সহযোগিতা করতে চুক্তিবদ্ধ হয় ইরান।

Share.
Exit mobile version