রাঙা প্রভাত ডেস্কঃ চার হাজার টন তেল সমুদ্রে ভাসছে। উপকূলে জাহাজ দুর্ঘটনার কারণে এমন বিপর্যয়ে পরেছে মরিশাস। ফলে পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।
সাগরে ভেসে থাকা তেল সরাতে এবং পরিবেশ বিপর্যয় ঠেকাতে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স।
পানামার-রেজিস্টার্ড করা এমভি ওয়াকাশিও নামের ওই জাহাজটি মরিশাসের কাছে ডি’সিনির প্রবাল প্রাচীরের উপর দুর্ঘটনার কবলে পড়েছিল। যার ফলে প্রচুর পরিমাণে তেল সমুদ্রের পানিতে মিশে গিয়েছে।
তেলের বিস্তার কমিয়ে আনতে প্রায় ৪ হাজার সমুদ্র বুম এবং আরও উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করার নির্দেশ দিয়েছেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথ।
মূলত এমভি ওয়াকাশিও চীন থেকে ব্রাজিল যাচ্ছিল। সেসময় মরিশাসের কাছে একটি বড় প্রবাল প্রাচীরে সঙ্গে ধাক্কা খায় জাহাজটি। যদিও পণ্যবাহী জাহাজ হওয়ায় বড়সড় দুর্ঘটনা এবং প্রাণহানির আশঙ্কা এড়ানো গিয়েছে। এছাড়াও দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিতে থাকা ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং জাহাজটিকেও সরিয়ে নেয়া হয়েছে।
পানামার-রেজিস্টার্ড করা এমভি ওয়াকাশিও নামের ওই জাহাজটি মরিশাসের কাছে ডি’সিনির প্রবাল প্রাচীরের উপর দুর্ঘটনার কবলে পড়েছিল। যার ফলে প্রচুর পরিমাণে তেল সমুদ্রের পানিতে মিশে গিয়েছে।
তেলের বিস্তার কমিয়ে আনতে প্রায় ৪ হাজার সমুদ্র বুম এবং আরও উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করার নির্দেশ দিয়েছেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথ।
মূলত এমভি ওয়াকাশিও চীন থেকে ব্রাজিল যাচ্ছিল। সেসময় মরিশাসের কাছে একটি বড় প্রবাল প্রাচীরে সঙ্গে ধাক্কা খায় জাহাজটি। যদিও পণ্যবাহী জাহাজ হওয়ায় বড়সড় দুর্ঘটনা এবং প্রাণহানির আশঙ্কা এড়ানো গিয়েছে। এছাড়াও দুর্ঘটনাগ্রস্ত জাহাজটিতে থাকা ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং জাহাজটিকেও সরিয়ে নেয়া হয়েছে।