।। স্মৃতি।।
মিজানুর রহমান খান

রাতের আধারে কি যেন খুজি,
আকাশের দিকে বারে বারে ফিরি।
রাশি রাশি তারকা টিপ টিপ করে
তুমি কখনো সপ্তর্শী মন্ডল কখনো ধ্রুব তারা।
কখনো আদম ছুড়াত কখনো সুধুই আকাশ,
যখন মনের ভিতরে জমে থাক কাল মেঘ,
তখন যেন সব কিছু ছেপে হয়েও যাও অন্ধকার।
মনের অজান্তে গভীরভাবে চোখের কোনে ভিজে
তুমি স্মৃতি হয়ে ফিরে আস বারে বারে।
কতটা বছর ছিলে আমার বুকে
কেমন করে সময় চলে গেল।
আজ সুধুই স্মৃতি পটে সব কিছু আসে মনে।
আকাশের তারা হয়ে অন্ধকার ছেপে জলে আছ।
মনের ভিতরে জ্যোৎস্না রাতে
কলা পাতায় বৌ হয়ে আস।
ছুতে গেলে কলা পাতা হয়ে থাক।
তাল গাছের ঝড় ঝড় শব্দে
মনে কি যেন এক আতংক।
সেই দিন রাতে যেদিন আমায় গেলে ছেড়ে
সেই দিন তাল গাছে এমনি শব্দ করে
তোমায় নিল কেরে।
আমি সন্ধ্যা হলে আকাশের পানে চেয়ে,
তারকার খেলা দেখে তোমাকে বারে বারে খুজি।
শেফালী ফুলের গন্ধে মনে হয় তুমি এসেছ কাছে।
আমার মনে ব্যাকুলতা বেরে
রক্ষিত শাড়ি গুলতে হাতগুল নড়া চরা করে।
ছেলে এসে পাসে দাঁড়িয়ে নিভৃতে বাবা বলে ডাকে।
আবার আবার গিয়েছিলে ছাদে,
বাবা মাকে খুব মনে পড়ে?
ভুলিতে পারিনা বাবা, যাই ঘুমিয়ে।
ছেলের দিকে তাকিয়ে দেখি
চোখের কোনে পানি জ্বল জ্বল করে।
বাবার দিকে তাকিয়ে নীরবে পানি মুছে।
তুমি থাকবে থাকবে চিরদিন
আকাশের তারা হয়ে।

Share.
Exit mobile version