বরিশাল প্রতিনিধি :- ফার্মেসীতে নকল হ্যান্ড স্যানিটাইজার, অনুমতিবিহীন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও স্যাম্পল রাখার দায়ে জেলার গৌরনদী বাসষ্ট্যান্ডের অনিক মেডিকেল হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার ফারিহা তানজিন জানান, গৌরনদী বাসষ্ট্যান্ডের অনিক মেডিকেল হল নামের দুইটি ফার্মেসী থেকে বেশ কিছু নকল হ্যান্ড স্যানিটাইজার, অনুমতিবিহীন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও স্যাম্পল জব্দ করা হয়। এঘটনায় ফার্মেসী মালিক জামাল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত নকল হ্যান্ড স্যানিটাইজার ও ঔষধগুলোকে ধ্বংশ করা হয়। অপরদিকে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া নেশা জাতীয় ঔষধ বিক্রির অভিযোগে ওই ফার্মেসী থেকে ন্যালবান ও পেনারেক্স নামের বেশ কিছু ঔষধ জব্দ করেছে বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের সদস্যরা। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন বরিশাল ঔষধ তত্বাবধায়ক অদিতি স্বর্না, মেট্রোপলিটন ডিবি পুলিশের পরিদর্শক কমলেশ হালদারসহ অন্যান্যারা।

Share.
Exit mobile version