বিশেষ প্রতিনিধি: করোনা ভাইরাসের সুযোগ কাজে লাগিয়ে পাবনার ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে ঘাসের চাষ করেছেন কর্তৃপক্ষ।
গোখামারিদের নিকট ঘাস বিক্রি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন মর্মে অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।
এদিকে কলেজ কর্তৃপক্ষ বলছেন করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে সামাজিক দুরত্ব মানাতেই স্বাস্থ্য বিধির কারণে তিনি কলেজ মাঠে ঘাসের চাষ করার অনুমতি দিয়েছেন।
কলেজের নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা মাঠে ঘাস চাষ করা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে কলেজ কর্তৃপক্ষ বলছেন করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে সামাজিক দুরত্ব মানাতেই স্বাস্থ্য বিধির কারণে তিনি কলেজ মাঠে ঘাসের চাষ করার অনুমতি দিয়েছেন।
কলেজের নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা মাঠে ঘাস চাষ করা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
করোনাভাইরাসের প্রদূর্ভাবের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকার কয়েক দফা ছুটি বৃদ্ধি করে ৩১ শে আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন।
সরাকারি কলেজের মাঠে এভাবে ঘাসের চাষ করা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
কলেজটির প্রায় ২ একর মাঠ জুড়ে হাটু পরিমান মাসকলাইয়ের ঘাস। মাঠের দক্ষিণ পাশ থেকে ২৫/৩০ টি গরু সারিদ্ধভাবে বেঁধে রেখে তা খাওয়ানো হচ্ছে।
জানা গেছে, খামারিদের নিকট ঘাস গুলি কলেজ কর্তৃপক্ষ ৬০ হাজার টাকায় বিক্রি করেছেন।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ব্যক্তি স্ট্যাটাস দিয়েছেন।
এবিষয়ে সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান বলেন, করোনভাইাসের কারণে কলেজ মাঠে সামাজিক দুরত্ব বজায় রাখতে চতুর্থ শ্রেণির কর্মচারিরা ঘাসের চাষ করেছেন।