বিশেষ প্রতিনিধি : পাবনার আদালত কক্ষে মারধর করার অভিযোগে সাঁথিয়ার ইউপি চেয়ারম্যানসহ ৩ জনকে করেছে আদালত পুলিশ।
আদালতে জামিন নিতে গিয়ে আদালত কর্মচারীকে মারধরের ঘটনায় তাদেরকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ১২ আগস্ট দুপুরের দিকে পাবনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্ষে।
আটককৃতরা হলো- পাবনা সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ১,রবিউল ইসলাম লিটন মোল্লা২,ইউপি সদস্য আবুল কালাম আজাদ ও ৩ চেয়ারম্যানের সহযোগী জয়নুল শেখ। আটককের পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।তারা ফৌজদারি মামলার জন্য পাবনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে ছিলেন।
পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের( নাজির) কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন,চেয়ারম্যান ও তার দুই সহযোগী ফৌজদারি মামলার জামিন নিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসেছিলেন। তারা আদালতের সামনে আদালতের মেসেন্জার মজিবরকে মারধর করলে আদালত পুলিশ তাদেরকে আটক করে। এবং তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।