কামরুল হাসান সোহাগ, বিশেষ প্রতিনিধিঃ বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক ও শ্রদ্ধায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে  জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
সকাল সাড়ে ৮টায় বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে ১৫ আগস্টে শাহাদত বরণকারী তার পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়া। এ সময় উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সকাল ১০ টায় বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়া সহ উপজেলা আওয়ামী লীগ ও সহোযোগি সংগঠনের নেতা কর্মীরা।
সকাল ১১.০০ টায় সামাজিক দুরত্ব বজায় রেখে  কাঙ্গালি ভোজের মধ্যে দিয়ে দিনের কর্মসুচি সমাপ্তি ঘোষণা করা হয়।
Share.
Exit mobile version