ডেস্ক রিপোর্টঃ- বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের অন্তর্গত লাশঘাটা খেয়াঘাট সংলগ্ন, লাশঘাটা আগরপুর খালের বাঁশের সাঁকোটি ভেঙে পড়েছে। যার কারণে অগণিত মানুষের যাতায়াত বিঘ্নিত হচ্ছে। প্রতিদিন সাঁকোটি পারাপার হয়ে অনেক মানুষ যাতায়াত করতো। এখন তারা আর সাঁকো পারিয়ে যাতায়াত করতে পারছে না। বিগত দুই বছর আগে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধির মাধ্যমে প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে বাঁশের সাঁকোটি নির্মিত হয়েছিল।
উদ্যোক্তার অভাবে সাঁকোটি সংস্কার হচ্ছে না। জনপ্রতিনিধিরা এগিয়ে আসলে সাঁকোটি সংস্কার করে আবার পারাপারের যোগ্য করে তোলা সম্ভব।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ওখানে একটি ব্রিজের। সেজন্য মাটি পরীক্ষা শেষ হয়েছে অনেকদিন আগেই। ব্রিজের সোনার স্বপ্নটি কবে বাস্তবায়ন হবে তা অজানা। ব্রিজ নির্মাণ হলেও তা অনেকদিন পরে হয়তোবা হবে, তার আগে বাঁশের সাঁকোটি সংস্কার করা অত্যন্ত জরুরি।
তাই মাননীয় সংসদ সদস্য সহ, সকল জনপ্রতিনিধির কাছে আমাদের আবেদন, আপাতত বাঁশের সাঁকোটি সংস্কার করে দিয়ে এর পর ওখানে একটি ব্রিজ করে জনগণের যাতায়াতের জন্য স্থায়ী ব্যবস্থা করে দিন।
লেখকঃ- আজিজুল হক।