এদিন পাবনা-৪ আসনে মিজানুর রহমান স্বপন, এসমএম নজরুল ইসলাম, বসির আহমেদ, সৈয়দ আলী, মো. রবিউল আলম বদু, মাহজেবিন শিরিন প্রিয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
পাবনা-৪সহ ৫টি আসনে উপনির্বাচন উপলক্ষে প্রথম দিনে ১৬টি মনোনয়ন বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর জমা নেয়া হয়েছে নওগাঁ ৬ আসনের একটি ফরম।
১৭ আগস্ট থেকে শুর করে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ ও জমা চলবে ২৩ আগস্ট পর্যন্ত।
প্রথম দিন মনোনয়ন সংগ্রহ করেছেন, ঢাকা-৫ হারুনুর রশীদ, এমএ কাশেম, হারুনুর রশীদ মুন্না, ড. কাজী মনিরুল ইসলাম, আতিকুর রহমান আতিক।
ঢাকা-১৮, মো.শাজাহান আলী মন্ডল, মুজিবর রহমান, আবদুল বাশার, নওগাঁ-৬, নাহিদ ইসলাম, শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম।
সিরাজগঞ্জ-১ আসনের কোনো প্রার্থী এখনো পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেন, ৫টি উপনির্বাচনে প্রথম দিনে ১৬ মনোনয়ন ফরম সংগ্রহ করেছে প্রার্থীরা। আর জমা পড়েছে একটি।