বিশেষ প্রতিনিধি : পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে ১ কোটি ৬৯ লক্ষ টাকা ব্যয়ে মাধপুর মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বুধবার ১৯ আগস্ট দুপুরে ঐতিহাসিক মাধপুর নামক স্থানে এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি প্রিন্স।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাজিদুল হক নিলু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান শাহিন, দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আম্বিয়া খাতুন শিমু, মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বাচচু মিয়া, উপসহকারি প্রকৌশলী আব্দুল আজিজ, উপসহকারি প্রকৌশলী ইদ্রিস আলী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস,
যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক আব্দুর রাজ্জাক, দাপুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ইমাম, সাধারন সম্পাদক আবু বক্কার খান, মালিগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল করিম, হিমায়েতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম মধু, সাধারন সম্পাদক আব্দুল আজিজ,
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ, এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহেল প্রমুখ ।

Share.
Exit mobile version