রাঙা প্রভাত ডেস্কঃ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় ফেরার আশ্বাস গণপরিবহনের ভাড়া কমানো ও স্বাভাবিক চলাচলের জন্য মন্ত্রিপরিষদের নির্দেশনা চাইবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা বাড়তি বাসভাড়া প্রত্যাহার করে স্বাভাবিকভাবে গণপরিবহন চালাতে চাচ্ছেন। তাঁদের এই দাবি সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে বিআরটিএ। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত জানাবে বিআরটিএ। আপাতত গণপরিবহনের বিদ্যমান ভাড়া আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
রাজধানীর বিআরটিএ কার্যালয়ে গতকাল বুধবার বিকেলে গণপরিবহনের মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক গত ৩১ মে থেকে গণপরিবহন চালুর সুযোগ দিয়েছে সরকার। তখন ৬০ শতাংশ বাড়তি ভাড়ায় অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু গত ঈদুল আজহার পর থেকে গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা হচ্ছে, সঙ্গে বাড়তি ভাড়াও নেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বাড়তি ভাড়া কমানোর দাবি তুলে ধরছেন অনেকেই।
বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার গত রাতে বলেন, ‘মালিক সমিতির দাবিগুলো সরকারের উচ্চ পর্যায়ে জানাব। সেখান থেকে যে নির্দেশনা আসবে সেটাই পরে জানিয়ে দেব। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিয়ন্ত্রিত চলাচলের নির্দেশনা আছে। ওই দিন পর্যন্ত বিদ্যমান ভাড়াই বহাল থাকবে।’

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় গণপরিবহনের স্বাভাবিক চলাচলের সিদ্ধান্তের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। উচ্চ পর্যায় থেকে এমন সিদ্ধান্ত এলেও বাসগুলোতে গাদাগাদি করে যাতে মানুষ না নেওয়া হয় সেই বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। অর্থাৎপ্রতি সিটে মাস্ক পরিহিত অবস্থায় যাত্রী নেওয়া যাবে, কিন্তু দাঁড় করিয়ে যাত্রী পরিবহন করা যাবে না। গতকালের বৈঠকে সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, মহাসচিব খন্দকার এনায়েত উল্লা, বাস-ট্রাক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ এবং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান উপস্হিত ছিলেন।

Share.
Exit mobile version